বিআরডিবি‘র সারসংক্ষেপ বাংলাদেশকে একটি আত্ম-নির্ভরশীল, ক্ষুধা- দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলতে হলে অবশ্যই গ্রামের উন্নয়ন ঘটাতে হবে।আর গ্রামের উন্নয়ন ঘটাতে হলে এমন সব পদক্ষেপ নিতে হবে যার মাধ্যমে গ্রামাঞ্চলের জনগণের আর্থসামাজিক অবস্থার একটা গুণগত পরিবর্তন ঘটে।
সালথা উপজেলা একটি নব গঠিত উপজেলা সে হিসেবে বিআরডিবি প্রতিষ্ঠানটি নতুন।সালথা উপজেলায় এই প্রতিষ্ঠানটির নিজস্ব ভবন নাই উপজেলা পরিষদের চতুর্থ তলায় প্রতিষ্ঠান টির জন্য চারটি রুম বরাদ্দ থাকলেও বর্তমানে অধিক প্রকল্প না থাকায় দুটি রুমে কার্য ক্রম চলছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এই প্রতিষ্ঠানটি সমবায় সমিতি গঠন করা হয়েছে, উপজেলায় বিআরডিবির আওতায় মূল কর্মসূচী ইউসিসিএ ছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি প্রকল্প চালু রয়েছে।
এক নজরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সালথা,ফরিদপুর এর চিত্রঃ অত্র সালথা উপজেলায় বিআরডিবি’র কার্যক্রম ২০১০ সালে চালূ হয় । ক) এক নজরে ঘুর্নায়মান আবর্তক (কৃষি) ঋণের তথ্যঃ ০১। বিআরডিবি সদর দপ্তর হতে প্রাপ্ত রাজস্ব বাজেটের অর্থায়নে সৃষ্ট ঘুর্নায়মান আবর্তক (কৃষি) ঋণ তহবিলের পরিমান ২৮.৪৬ লক্ষ টাকা। ০২। প্রাথমিক সমবায় সমিতির গঠন =৫৩ টি। ০৩। প্রাথমিক সমবায় সমিতির উপকারভোগী মোট সদস্য সংখ্যা=১১১৮ জন। ০৪। প্রাথমিক সমবায় সমিতির উপকারভোগী সদস্যেদের কেন্দ্রীয় সমিতিতে জমাকৃত শেয়ারের পরিমাণ = ৫.৮৮ লক্ষ টাকা। ০৫। প্রাথমিক সমবায় সমিতির উপকারভোগী সদস্যেদের কেন্দ্রীয় সমিতিতে জমাকৃত সঞ্চয়ের পরিমাণ = ৭.৭৭ লক্ষ টাকা। ০৬। প্রাথমিক সমবায় সমিতির উপকারভোগী সদস্যেদের মধ্যে ক্রমপুঞ্জিত ঋণ বিতরণের পরিমাণ = ২১১.০৬ লক্ষ টাকা (৩১/০১/২০২৫ খ্রি. )। ০৭। প্রাথমিক সমবায় সমিতির উপকারভোগী সদস্যেদের মধ্যে হতে ক্রমপুঞ্জিত ঋণ আদায়ের পরিমাণ = ১৮১.৯৮ লক্ষ টাকা (৩১/০১/২০২৫ খ্রি. )। ০৮। ঋণ আদায়ের হার = ৫০% । ০৯। বর্তমান ঋণ প্রবৃদ্ধির পরিমাণ = ৩২.৮৭ লক্ষ টাকা।
খ) এক নজরে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের জন্য আত্নকর্মসংস্থান কর্মসূচীর ঋণের তথ্যঃ ০১। বিআরডিবি সদর দপ্তর হতে প্রাপ্ত রাজস্ব বাজেটের অর্থায়নে সৃষ্ট বীর মুক্তিযোদ্ধা কর্মসূচীর ঋণ তহবিলের পরিমান ৫.২১ লক্ষ টাকা। ০২। উপকারভোগী মোট সদস্য সংখ্যা= ৩৩ জন। ০৩। উপকারভোগী সদস্যেদের মধ্যে ক্রমপুঞ্জিত ঋণ বিতরণের পরিমাণ = ৯.৪৬ লক্ষ টাকা (৩১/০১/২০২৫ খ্রি. )। ০৪। উপকারভোগী সদস্যেদের মধ্যে হতে ক্রমপুঞ্জিত ঋণ আদায়ের পরিমাণ = ৮.০৬ লক্ষ টাকা (৩১/০১/২০২৫ খ্রি. )। ০৫। ঋণ আদায়ের হার = ৪৫% । ০৬। বর্তমান ঋণ প্রবৃদ্ধির পরিমাণ = ৫.৭৬ লক্ষ টাকা। গ) পল্লী উদ্যোক্তা ঋণ কর্মসূচি’র ঋণের তথ্যঃ ০১। বিআরডিবি সদর দপ্তর হতে প্রাপ্ত ঋণ তহবিলের পরিমাণ ৯.০০ লক্ষ টাকা। ০২। উপকারভোগী মোট সদস্য সংখ্যা – ৯ জন। ০৩। উপকারভোগী সদস্যদের মধ্যে মোট ঋণ বিতরণ (পুনঃবিনিয়োগ) ৭.০০ লক্ষ টাকা (৩১/০১/২০২৫ খ্রি. পর্যন্ত)। ০৪। উপকারভোগী সদস্যদের মধ্যে মোট ঋণ আদায় ০.৮৯ লক্ষ টাকা (৩১/০১/২০২৫ খ্রি.পর্যন্ত)। ০৫। ঋণ আদায়ের হার ৭৮% । |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস